MY VOICE, MY COMMUNITY

Down Syndrome Society of Bangladesh

Wonderful program with Sarder A. Razzak, at Maasranga Television.

20 Aug, 2018

ডাউন সিনড্রোম এবং এতে আক্রান্তদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন সরদার এ রাজ্জাক। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম দে অ্যাওয়ার্ড-২০১৭ অর্জন করেছেন সরদার এ রাজ্জাক। ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনাল তার হাতে এই পুরস্কার তুলে দেয়। সরদার এ রাজ্জাক ২০১৪ সালের ২১ মার্চ বিশ্বে ৯ম এবং বাংলাদেশে প্রথমবারের মতো 'বিশ্ব ডাউন সিনড্রোম দিবস' উদযাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০১০ সালে ডাউন সিনড্রোম শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে 'ডাউন সিনড্রোম প্যারেন্ট সাপোর্ট গ্রুপ বাংলাদেশ' নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ যুক্ত হয়েছে বিশ্বের ডাউন সিনড্রোম কমিউনিটির সঙ্গে।
video link: https://www.youtube.com/watch?v=cCI1zdB9Z-8