ঢাকার বনানীতে প্লাটিনাম গ্রান্ড হোটেলে ১২-১৪ মার্চ তিনদিন ব্যাপী ইনক্লুশন ইন্টারন্যাশনাল এর আয়োজনে অনুষ্টিত হল এম্পাওয়ার আস (আমাদের ক্ষমতায়ন) শীর্ষক সেলফ এডভোকেসি প্রশিক্ষণ কার্যক্রম। স্থানীয় বেসরকারী প্রতিষ্ঠান ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ (ডিএসএসবি) এবং ‘সিড’ এতে সার্বিক সহযোগিতা প্রদান করে।
নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণে ডিএসএসবি ও
সিড’ এর ১৬জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। সেলফ এডভোকেসি হল যখন একজন
নিউরো- ডেভেল্পমেন্টাল প্রতিবন্ধী তার নিজের বিষয় নিয়ে নিজে কথা বলে এবং
তার কমিউনিটিতে তাদের অন্তভূর্ক্তি বিষয়ে কাজ করে।
‘এম্পাওয়ার আস’
প্রকল্পটি সেলফ এডভোকেসি নিয়ে ইনক্লুশন ইন্টারন্যাশনাল এর একটি বিশ্বব্যাপী
কার্যক্রম। ইনক্লুশন ইন্টারন্যাশনাল হল বুদ্ধি প্রতিবন্ধী ও তাদের
পরিবারগুলোর জন্য একটি ‘গেøাবাল নেটওয়ার্ক।
‘এম্পাওয়ার আস’ ট্রেইনার
জুডি লুয়েট (অস্ট্রেলিয়া) এবং মার্ক মাপিম্বা (মালাউ) উক্ত প্রশিক্ষণ
কোর্সটি পরিচালনা করেন রিসোর্স পারসন হিসেবে। জুডি এবং মার্ক ‘এম্পাওয়ার
আস’ গেøাবাল টিমের সদস্য যারা সারা পৃথিবী ঘুরে অন্য নিউরো- ডেভেল্পমেন্টাল প্রতিবন্ধীদের
তাদের অধিকারের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণ কোর্সটির
উল্লেখযোগ্য বিষয়ব¯‘ ছিল: ভাল সাহায্য কি, সেলফ এডভোকেসি বলতে কি বুঝায়,
অধিকার ও এডভোকেসি ইত্যাদি। More...
Ganakantha Online News Url: https://www.gonokantho.com/details.php?id=65929
Dhaka Times Online News Url: https://bit.ly/2VlfgLw