ডাউন সিনড্রোম কোন জন্মগত ত্রæটি নয়, বরং একটি আশীর্বাদ। একটি অতিরিক্ত
ক্রোমজম নিয়ে বেড়ে উঠা এ সকল শিশুদের রয়েছে স্বতন্ত্র প্রতিভা-যা
পারিবারিক ও সামাজিকভাবে আমরা বেশির ভাগ ক্ষেত্রেই অনুধাবন করতে পারিনা।
সঠিক থেরাপি, পরিবেশগত সহায়তা এবং বিশেষ পরিচর্যার মাধ্যমে এ সকল শিশুরা
অনেকাংশেই আমাদের মত স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। কিন্তু পারিপাশির্^ক
সচেতনতার অভাব, পারিবারিক অবহেলা ও সামাজিক বঞ্চনা ও বৈষম্যের কারনে তাদের
সামাজিক অংশগ্রহন ও অন্তর্ভুক্তিতে থেকে যাচ্ছে বড় প্রতিবন্ধকতা ও অন্তরায়।
উল্লেখ্য
যে, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন এ সকল শিশু, ব্যক্তিদের সার্বিক কল্যান
ও মঙ্গল সাধনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডাউন সিনড্রোম সোসাইটি অব
বাংলাদেশ। একটি সামাজিকভাবে দ্বায়বদ্ধ জাতীয় মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠানটি
দেশে এ সকল ডাউন সিনড্রোম জনগোষ্ঠির অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি
নিশ্চিতকরনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে
সম্মিলিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও বর্তমানে কোভিড-১৯ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে মহামারীর মত। More...
Gonokantha online News Url: https://www.gonokantho.com/details.php?id=66676