আমডা বাংলাদেশের উদ্যোগে ও আমডা হেলথ সেন্টারের পরিচালনায় গত ০২ জানুয়ারী ২০২১, আমডা বাংলাদেশ কমপ্লেক্সে দিনব্যাপী ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্টিত হয়। দরিদ্র ও দুঃস্থ নারী পুরুষ, শিশু, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ করে ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে হেলথ চেক আপ করা হয় এবং ঔষধ বিতরন করা হয়। কোভিড-১৯ সংক্রমনের ভয়াবহতার কথা মাথায় রেখে সরকারী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এ হেলথ ক্যাম্প অনুষ্টিত হয়। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মলয় কান্তি মন্ডল দরিদ্র জনসাধারনের স্বাস্থ্য পরীক্ষা করেন ও ফ্রি কাউন্সেলিং সেবা দেন। এ সময় আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নার্স, ভলান্টিয়ার ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা প্রাপ্ত দুঃস্থ নারী পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিরা কর্তৃপক্ষের এ উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ জাতীয় স্বাস্থ্য কর্মসূচী চলমান রাখার দাবী ব্যক্ত করেন।
Online News Paper Link : https://www.bd24live.com