দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন হয়ে পড়েছে স্থবির ও কর্মচাঞ্চল্যহীন। দরিদ্র, অসহায় দিনমজুর ও সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে সাথে বৃহত্তর প্রতিবন্ধী জনগোষ্টী বিশেষ করে ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন যাপন হয়ে পড়েছে অনিশ্চিত। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে এ সকল দু:স্থ ও অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছে। দারিদ্র পীড়িত এ সকল অসহায় জনগোষ্টীর জীবনে একটু উষ্ণতার ছোঁয়া দিতে এগিয়ে এসেছে আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ। রবিবার (১৭ জানুয়ারি) দরিদ্র, অসহায় দিনমজুর ও সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
উল্লেখ যে, আমডা বাংলাদেশ সর্বদা যে কোন প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ কালীন সময়ে এগিয়ে এসেছে। এর মধ্যে “ইমার্জেন্সি রিসপন্স প্রোগ্রাম” আমডা বাংলাদেশের নিয়মিত উল্লেখযোগ্য কর্মকান্ড। ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, আমডা বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল যৌথভাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবছর শীতার্ত সাধারণ অসহায় মানুষ ও প্রতিবন্ধী শিশু, নারী-পুরুষ ও বয়স্ক জনগোষ্টির মাঝে গরম কাপড় ও কম্বল বিতরণ করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ জানুয়ারী, ২০২১ গজারিয়ার আমডা বাংলাদেশ কমপ্লেক্সে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ ও আমডা বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ২০০ জন দুঃস্থ দিনমজুর, অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল, ফরাজী হাসপাতাল, আমাল ফাউন্ডেশন এবং ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের পিতা-মাতাদের ব্যক্তিগত সহযোগিতায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্টিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমডা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান জনাব সরদার এ রাজ্জাক। স্থানীয় সরকারের প্রতিনিধি হোসেন্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো. মনিরুল হক মিঠু প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের পরিচালক প্রোগ্রাম শাহানাজ পারভীন চৌধরী এবং আজীবন সদস্য নাজমা জামান। আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীগন এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
Published On: News24.com