মুন্সীগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমডা বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে উদযাপিত হলো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস।
``CONNECT`` স্লোগানকে প্রতিপাদ্য করে সরকারি স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাংলাদেশ ৮ম বারের মতো উদযাপিত হলো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস।
যোগাযোগ বৈকল্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এর যৌথ উদ্যোগে পালিত হয়।
দিবসের শুরুতেই সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। রেলিতে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোর, সুশীল সমাজের প্রতিনিধিরা, মিডিয়া ব্যক্তিত্ব, স্থানীয় সরকারের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা পরবর্তীকালে আমডা বাংলাদেশ কমপ্লেক্সে মিলনায়তনে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনসুর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মুবাশশিরা বিনতে আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আরিফ জামিল ফারুকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রমজান আরা, হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ খবিরুল আলম, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল হক মিঠু, গজারিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজু জামান খান (জিতু) প্রমুখ।
আলোচনা সভার শুরুতে বক্তব্য দেন ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাক। তিনি বলেন, কোভিড-১৯ এর ফলে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে পড়েছে। এদের পূর্ণবাসন ও জীবনযাত্রার উন্নয়নে তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে আসার অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। সকলের সম্মতির প্রচেষ্টায় আমরা এই অবহেলিত জনগোষ্ঠীরকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে সক্ষম হব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য (Dept. of communication Disorders) চেয়ারপার্সন তাওহিদা জাহান।
সভাপতির ভাষণে তিনি বলেন, ডাউন সিনড্রোম মানেই অক্ষমতা নয়। এমনকি ডাউন সিনড্রোম কোনো রোগ নয়। এটি একটি জেনেটিক ভিন্নতা। জাতীয় পর্যায়ে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সামাজিক মর্যাদা, গ্রহণযোগ্যতা, অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি অতীব জরুরী।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২১ উপলক্ষে একটি সুভেনির এর মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভা শেষে ডাউন সিনড্রোম দিবস উপলক্ষ্যে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।
News Url:
https://www.amadershomoy.com/bn/2021/03/21/1309078.html
https://bangladeshtrnamulsongbad.com/গজারিয়ার-বিশ্ব-ডাউন-সিনড/
https://m.facebook.com/story.php?story_fbid=285166092977920&id=100044535948459&sfnsn=mo
https://m.bdnews24.com/bn/detail/bangladesh/1871824?fbclid=IwAR2yKfHCawCveD655649JVMcCVdzWk19GOUR6j_P_QNUq7ks9D2KC1_c8Rs