ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদ্যাপন-2022
21 Mar, 2022
২১ মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। প্রতিবছর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সারা বিশ্বে দিবসটি উযাপিত হয়। জাতিসংঘ ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসকে স্বীকৃতি দেয়। তখন থেকেই ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের মানবাধিকার, সামাজিক অন্তর্ভূক্তি, কর্মসংস্থান ও অন্যান্য মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার প্রত্যয় নিয়ে স্বত্বঃস্ফূর্তভাবে দিবসটি উদযাপিত হয়ে আসছে। বৈশ্বিক পথচলার সাথে মিল রেখে বাংলাদেশে ২০১৪ সাল থেকে দিবসটি উদযাপিত হয়ে আসছে। ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ শুরু থেকেই দেশীয় পর্যায়ে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরনে ব্যাপক সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভুমিকা পালন করছে। কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল, আমডা বাংলাদেশ যৌথভাবে প্রতিবছর ঢাকা বিশ্ব বিদ্যালয়ে দিবসটি উদযাপন করে। উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মত এবার বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে। ‘#InclusionMeans -একীভূত সমাজ ব্যবস্থা, অংশগ্রহনে বাড়ায় আস্থা’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে অদ্য ২১ মার্চ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২২ পালিত হয়।