MY VOICE, MY COMMUNITY

Down Syndrome Society of Bangladesh

ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন জাহেদা আক্তার এর পূনর্বাসনে এগিয়ে এল ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ

01 Jun, 2022

৩১ মে, ২০২২ তারিখে জাহেদা আক্তার-এর নিজ বাড়ি শাহরাস্তি উপজেলার নোয়াগাও গ্রামে জাহেদা আক্তার এর বড়ভাই মানিক মিয়ার নিকট ব্যাটারী চালিত একটি মিশুক গাড়ী হস্তান্তর করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান জনাব সরদার এর রাজ্জাক। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, জাহেদা-এর পরিবারের সদস্যবৃন্দ, আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ। উল্লেখ্য যে, জাহেদা আক্তার একজন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন নারী ও এক সন্তানের মা। পারিবারিক ভরন পোষনের জন্য সে তার বড় ভাই মানিক মিয়ার উপর নির্ভরশীল। অন্যদিকে মানিক মিয়া রিক্সা চালিয়ে সংসারের যাবতীয় ব্যয় নির্বাহ করে। জাহেদার এই পারিবারিক অবস্থা ও আর্থিক দূর্দশার কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ডাউন সিনড্রোম নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ। জাহেদা আক্তার-এর পরিবারের ভরণ-পোষণ ও পূনর্বাসনের মাধ্যমে যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই লক্ষ্য নিয়ে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর এই আন্তরিক প্রয়াস। মিশুক গাড়ী পেয়ে আবেগ আপ্লূত জাহেদার বড়ভাই মানিক মিয়া বলেন, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের এই গাড়ী দিয়ে সহযোগিতা করার জন্য। তিনি আরো বলেন, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ বিগত তিন বছর যাবৎ জাহেদা আক্তার ও আমাদের পরিবারকে সহযোগিতা করে আসছে। এ প্রসঙ্গে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর পরিচালক শাহানাজ পারভিন চৌধুরী বলেন, আমরা জাহেদা আক্তার ও তার শিশু সন্তানের দায়িত্ব নিয়েছি। আশা রাখি এই গাড়ী প্রাপ্তির মাধ্যমে পরিবারটি স্বাবলম্বী হবে এবং সুখে শান্তিতে বসবাস করতে পারবে।