সারাদেশের সকল মানুষকে সাক্ষর করার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়াসে ১৯৯০ সালে গঠিত হয় গণস্বাক্ষরতা অভিয়ান। কালের পরিক্রমায় দীর্ঘ অভিযাত্রা অতিক্রান্ত করে এ বছর সংগঠনটির তিন দশক উদযাপিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ০৯ সেপ্টেম্বরজমকালোঅনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদযাপিত হয় গণস্বাক্ষরতা অভিযানের তিন দশক পূর্তি অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে ছিল এডুকেশন ওয়াচ ২০২২ সংক্রান্ত উদযাপন, অভিযানের বার্ষিক সাধারণসভা এবং সুধী সমাবেশ। বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিদেও নিয়ে সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হয় সুধী সমাবেশ। সুধী সমাবেশের শুরুতে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ড্যান্স গ্রুপের সদস্যরা দেশাত্মবোধক গানের সাথে একটি বিশেষ নৃত্য পরিবেশন করে। প্রাঞ্জল এই নৃত্যানুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদেও মুগ্ধ কওে এবং সবাই এই পরিবেশনার ভূয়ঁসী প্রশংসা করে। এই রকম বড় একটি আয়োজনে নৃত্য পরিবেশনার মাধ্যমে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও প্রতিভা সকলের সামনে তুলে ধরে। সারা দেশ থেকে আগত এনজিও প্রতিনিধি, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সমাজ কল্যাণ কল্যাণের মাননীয় প্রতিমন্ত্রী, স্বানামধন্য মিডিয়া ব্যক্তিত্ব, কর্পোরেট প্রতিনিধি, আন্তর্জাতিক সংগঠনের বিশেষ ব্যক্তিগণ এই তিশ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Youtube Link : https://youtu.be/2LH1Lw2tsWQ