অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস। ডাউন সিনড্রোম বিষয়ে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে অষ্টমবারের মত দেশব্যাপী উদযাপিত হচ্ছে ডাউন সিনড্রোম সচেতনতা মাস। উল্লেখ্য যে,ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশে এর উদ্যোগে ২০১৬ সাল থেকে অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপিত হয়ে আসছে। এ বছর সচেতনতা মাসের প্রতিপাদ্য হচ্ছে ‘With Us Not For Us । সমাজের সর্বস্তরে সুবিধা বঞ্চিত ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্টির অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠাই এবারের সচেতনতা মাসের মূল লক্ষ্য।
দেশব্যাপী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর যৌথ আয়োজনে অদ্য ১৯ অক্টোবর আমাই প্রাঙ্গনে সচেতনতা মাসের মূল উদযাপন অনুষ্ঠিত হয়
।
দিনের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়।
র্যালীতে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, কিশোর, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারী প্রতিনিধি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিসহ মিডিয়া ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিল “ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করা”।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব সরদার এ রাজ্জাক। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সরকারি ও বেসরকারি উদ্যোগের উপর জোর দেন।
অনুষ্ঠানে গেষ্ট অব অনার’হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট জনাব শহীদুল্লাহ আজিম।
তিনি তাঁর বক্তব্যে সুবিধা বঞ্চিত ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডা: সরদার এ নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর রাজেশ চন্দ্র, নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোঃ দিদারুল আলমসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রথিতযশা ব্যক্তিবর্গ।
উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের ভাষা ও যোগাযোগের দক্ষতা নিয়ে একটি প্রেজেন্টেশন করা হয়। এতে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সাবেক চেয়ারপারসন তাওহিদা জাহান। প্রধান অতিথির ভাষনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও তাদের সামাজিক ভাবে পূণর্বাসনের উপর গুরুত্বারোপ করেন।
অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপনের মূল আকর্ষন ছিল ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা।
যার মাধ্যমে তারা উপস্থিত সকলকে মনোমুগ্ধ করে রাখে।