প্রতিবন্ধী
ব্যক্তিরা বোঝা নয়, সঠিক যতœ ও পরিচর্যা পেলে
তারাও বদলে দিতে পারে সমাজ, সংসার ও পরিবার।
সমাজের মানুষের শুভ দৃষ্টি ও রাষ্ট্রের
মানবিক সহযোগিতা মাধ্যমে অন্য দশজন সুস্থ্য স্বাভাবিক মানুষের মতই দেশ জাতি গঠনে ভুমিকা রাখতে পারে। তাদেরও
একজন স্বাভাবিক মানুষের মত স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রতিবন্ধী
ব্যক্তিদের কর্মসংস্থান ও মানবাধিকার প্রতিষ্ঠার
লক্ষ্যে জাতিসংঘ ১৯৯২ সালে আন্তর্জাাতিক প্রতিবন্ধী দিবস (International Day
of Persons with Disability) ঘোষনা করে। তখন
থেকেই সারা বিশ্বে ৩রা ডিসেম্বর আন্তর্জাাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। প্রতি
বছরের মত এবারও সারা বিশে^র ন্যায় বাংলাদেশে
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ৩২তম আন্তর্জাতিক এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এবারের
প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন”।দিবসটি
উদযাপন উপলক্ষ্যে আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম
সোসাইট অব বাংলাদেশ যৌথভাবে ঢাকার বনশ্রী ও মুন্সীগঞ্জের গজারিয়ায়
আমডা বাংলাদেশ কমপেøেক্স নানাবিধ কর্মসূচী পালন করে। কর্মসূচীর
মধ্যে ছিল বর্নাঢ্য র্যালী, ডাউন
সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্œ ব্যক্তিদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা । এতে
আমডা বাংলাদেশ এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও প্রতিন্ধী শিশু
ও ব্যক্তিগন অংশগ্রহন করেন।