MY VOICE, MY COMMUNITY

Down Syndrome Society of Bangladesh

জরুরী শীত বস্ত্র বিতরণ-২০২৪

03 Jan, 2024


গত পহেলা জানুয়ারি ২০২৪ ইং রোজ সোমবার আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে আমডা বাংলাদেশ কমপ্লেক্সে দরিদ্র ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে এক জরুরি শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়। ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক উত্তম হাওলাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমডা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সরদার এ রাজ্জাক। এতে বিশেষ অতিথি ছিলেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের কো-ফাউন্ডার জনাব শাহানাজ পারভীন চৌধুরী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমডা বাংলাদেশ এর প্রোগ্রাম কোর্ডিনেটর জনাব আরিফ হোসেন মোল্লা, প্রজেক্ট ম্যানেজার জহিরুল ইসলাম কাজল, আমডা বাংলাদেশ এর অডিট অফিসার বাহার উদ্দিন ভূঁইয়া, আইটি কোর্ডিনেটর জনাব আশেকুল ইসলাম, আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আহমাদ ইবনে সালেহ, আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের সহকারী প্রকল্প কর্মকর্তা দীপক কুমার রায় সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনাব সরদার এ রাজ্জাক প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের কল্যাণে আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।