MY VOICE, MY COMMUNITY

Down Syndrome Society of Bangladesh

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...

09 Jan, 2024



COMING SOON!!

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...
আসুন উপভোগ করি 'TRIO' বিখ্যাত মঙ্গোলিয়ান সিনেমা।
মূল ভূমিকা ডাউন সিনড্রোমে জন্মগ্রহণকারী একজন দুর্দান্ত অভিনেতা অভিনয় করেছেন। মুভির সময় হবে দুপুর ১:০০ টায়। ২০শে জানুয়ারি, শনিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে
জ্যাম মঙ্গোলিয়ার প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহনকারী ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন একজন প্রাপ্তবয়স্ক তরুণ। তার মা তার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তিনি তাঁর সন্তানের নিরাপদ ও শান্তিপূর্ণ বেড়ে উঠবার জন্য প্রত্যন্ত গ্রামাঞ্চলকে বেছে নিয়েছিলেন যেন সে সামাজিক বৈষম্য থেকে রক্ষা পেতে পারে। এজন্যেই তিনি তাঁর ছোট্ট মেয়েটিকে অন্য একটি পরিবারে দত্তক দেন এবং তাঁর ছেলের বেড়ে উঠবার জন্য শহর ছেড়ে গ্রামে বসবাস শুরু করেন। নানাবিধ অসুবিধা সত্ত্বেও তার মায়ের নিরবিচ্ছিন্ন যত্ন ও অক্লান্ত পরিশ্রমের ফলে সে একজন সাধারণ শিশুর মতো বেড়ে উঠেছিল। তার মা তাকে ঘরের প্রাথমিক কাজগুলো শিখতে সহায়তা করেছিলেন। সীমাহীন ভালোবাসায় জ্যামের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন তার মা-ই। কালের পরিক্রমায় জ্যামের মা দুর্ভাগ্যক্রমে মারা যান। এসময় তার সঙ্গে একজন সন্যাসীর দেখা হয়েছিল যার সঙ্গে দেখা হওয়ার ফলে জ্যাম তার মায়ের মৃত্যুর মতো কঠিন বিপদের কথা ভুলে গিয়েছিল।