MY VOICE, MY COMMUNITY

Down Syndrome Society of Bangladesh

ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ ও আমডা বাংলাদেশ-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপিত

27 Mar, 2023

মহান স্বাধীনতা দিবস বাংলাদেশের বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র উদযাপন করা হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চ এদেশের মুক্তিকামী জনগন পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরু করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গত ২৬শে মার্চ, ২০২৩ আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে ঢাকার বনশ্রীতে ডাউন সিনড্রোম রিসোর্স সেন্টার ও মুন্সিগঞ্জের গজারিয়ায় আমডা বাংলাদেশ কমপ্লেক্সের সেমিনার কক্ষে আলোচনা সভা এবং ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।  এতে আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।